মাওলানা কেরামত আলী কলেজটি ১৫ নভেম্বর ১৯৯১ ইং সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় এলাকার গরীব ঘরের সন্তানদের স্বল্প খরচে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে প্রতিষ্ঠা লাভ করে। উত্তর জনপদের বিশিষ্ট অলি, পীরে কামেল, সূফী, সাধক হযরত মাওলানা কেরামত আলী (রহঃ) নামে কলেজটির নামকরণ করা হয়। কলেজটি ১৯৯২ সালে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্বীকৃতি লাভ করে। ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস) এবং ২০১১-১২ ইং শিক্ষা বর্ষ থেকে তিনটি বিষয়ে অনার্স কোর্স অধিভুক্তি লাভ করে। পরিচালনা পর্ষদের নিয়মিত তদারকি এবং শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় লেখাপড়ার মান উন্নয়নসহ কলেজের সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে ।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
উত্তর জনপদের গরীব ঘরের সন্তানদের স্বল্প খরচে আধুনিক সৃজনশীল পদ্ধতিতে মানসম্মত পাঠদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরী, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে সেই সাথে কলেজটি ভবিষ্যতে আরো উচ্চ শিক্ষা অর্জনে সম্মান এবং মাস্টার্স কোর্স খোলার পরিকল্পনা আছে