ইতিহাস

History

প্রতিষ্ঠাকাল

মাওলানা কেরামত আলী কলেজটি ১৫/০১/১৯৯১ ইং প্রতিষ্ঠা লাভ করে। ০৭/০৭/১৯৯২ ইং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী থেকে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য শাখার স্বীকৃতি লাভ করে। এমপিও ভুক্তি হয় ০১/০১/১৯৯৪ ইং থেকে, ১৯৯৮-৯৯ ইং শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এস.এস ডিগ্রী (পাস) এবং ২০১১-১২ ইং শিক্ষাবর্ষ থেকে তিনটি বিষয় যথাক্রমে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং সমাজকর্ম অনার্স কোর্স অধিভূক্তি লাভ করে পাঠ দান দিয়ে আসছে।

ইতিহাস

অবহেলিত রংপুরের গরিব ঘরের সন্তানদের স্বল্প খরচে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯১ ইং সালের ১৫ নভেম্বর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রীধারী কতিপয় বিদ্যানুরাগী সহপাঠীর সাথে আলোচনা সাপেক্ষে এলাকায় উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মহান প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয় এলাকার সুধিজনদের সমন্বয়ে সাধারণ সভা , যেখানে সিদ্ধান্ত হয় একটি কলেজ স্থাপনের । এরপর সিন্ধান্ত হয় নামকরনের – উত্তরবঙ্গের বিশিষ্ট ওলী, সুফি, সাধক, হযরত মাওলানা কেরামত আলী (রঃ) নাম অনুসারে কলেজটির নাম দেয়া “মাওলানা কেরামত আলী কলেজ” যিনি শায়িত আছেন রংপুর মহানগরের মুন্সিপাড়া কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে,এরপর শুরু হয় বিভিন্নভাবে সংগৃহিত ‍ জমি, আর্থিক অনুদান দিয়ে অবকাঠামো দিকের পর্যায়ক্রমে উন্নয়ন- হলরুম ভবন, বিজ্ঞানাগার, লাইব্রেরী, সেনিটেশন- ভৌত অবকাঠামো সুবিধাসহ বর্তমান চলমান সীমানা প্রাচীরসহ ৪(চার) তলা শ্রেণীকক্ষ ভবনের নির্মাণ কাজ (কলেজের নিজস্ব অর্থায়নে)। কলেজেটি সৃষ্টি লগ্ন থেকে সকল পাবলিক পরীক্ষায় ফলাফল সন্তোষজনক, শিক্ষার্থীর সংখ্যাও প্রতিসেশনে কাম্য পর্যায়ে থাকে। বর্তমানে কলেজে মোট ছাত্র-ছাত্রী; এইচএসসি, ডিগ্রী (পাস) এবং অনার্স কোর্স মিলে প্রায় = ৮৯০ জন। ২০১২ সালে কলেজটি বিসিসি ভবন থেকে একটি কম্পিউটার ল্যাব সরকারী অনুদান লাভ করে।

অবস্থান

মাওলানা কেরামত আলী কলেজটি রংপুর মহানগরের প্রাণ কেন্দ্র ১৩নং ওয়ার্ড অন্তর্ভূক্ত কেন্দ্রিয় বাসটার্মিনাল থেকে ০১ (এক) কিলোমিটার পশ্চিমে রংপুর-বদরগঞ্জ পাকা রোডের পাশে সীমানা প্রাচীর ঘেরা ১.১৭ একর জমির উপর সম্পূর্ণ কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত।